বছরের শুরুতেই সুখবর । সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধি পাচ্ছে । তবে, কলকাতা পুলিশ নয়, রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলান্টিয়ারদের বোনাস বাড়ছে । সম্প্রতি অভিযোগ উঠেছিল, কলকাতা পুলিশের মতো রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়াররা সম পরিমাণ বোনা, পান না । পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোনাস বৃদ্ধির আশ্বাসও দেন । সেই মতোই এবার বোনাস বাড়ছে ।
জানা গিয়েছে , কলকাতা পুলিশের অধীনে থাকা সিভিক ভলান্টিয়াররা ৫,৩০০ টাকা বোনাস পায় । সেখানে রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলান্টিয়াররা ২,০০০ টাকা বোনাস পান । এবার তাঁদের বোনাস বৃদ্ধি করে ৫,৩০০ করা হয়েছে । অর্থাৎ রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ...দুইয়ের জন্য এবার সমপরিমাণ বোনাসই থাকছে ।
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, পুজোয় যাঁরা ২০০০ টাকা বোনাস পেয়েছেন, তাঁরা ২০২২-২৩ অর্থবর্ষে আরও ৩,৩০০ টাকা অতিরিক্ত বোনাস হিসাবে পাবেন । যাঁরা ৫,৩০০ টাকা পেয়েছিলেন, তাঁরা ওই অর্থবর্ষে আর কিছু পাবেন না ।