পুজোর আগেই সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর শোনাল রাজ্য সরকার। ১৩ শতাংশ বোনাস বৃদ্ধি করা হল তাদের। আগেই ঘোষণা করা হয়েছিল এবিষয়ে। এবার তা কার্যকর করল রাজ্যের অর্থ দফতর। শুধু সিভিক ভলান্টিয়ার নয়, ভিলেজ পুলিশ ভলান্টিয়াররাও এই সুবিধা পাবেন।
মার্চ মাসেই অর্থ দফতর জানিয়েছিল সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের অ্য়াডহক বোনাস বৃদ্ধি করা হবে। সেই ঘোষণা অনুযায়ী সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধি করা হল।
কত টাকা বৃদ্ধি করা হল?
নবান্ন সূত্রে খবর, ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য সিভিক ভলান্টিয়ারদের বোনাসের অর্থ ছিল ৫ হাজার ৩০০ টাকা। চলতি অর্থবর্ষ থেকে সেই অর্থ বাড়িয়ে করা হয়েছে ৬ হাজার টাকা। ভিলেজ পুলিশরাও সম পরিমাণ অর্থ পাবেন।
এর আগে চলতি অর্থবর্ষের ফেব্রুয়ারি মাসেই সিভিক ভলান্টিয়ারদের জন্য একাধিক সুবিধা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থ দফতরের ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন, এতদিন পর্যন্ত সিভিক ভলান্টিয়াররা যে পরিমাণ টাকা বেতন পেতেন এবার থেকে এক হাজার টাকা করে বেশি পাবেন। আর তারজন্য রাজ্য সরকারের মোট ১৮০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে।