কোচবিহারের দিনহাটায় ফের গুলি। রাজনৈতিক সংঘর্ষ নয়। ছেলেকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ বাবার বিরুদ্ধে। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি ১১ বছরের ছেলে। কেন এই আক্রমণ, তা নিয়ে অন্ধকারে সবাই। তবে প্রাথমিক অনুমান, ভুল করেই আগ্নেয়াস্ত্র থেকে গুলি লেগেছে ওই কিশোরের শরীরে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
দিনহাটার সাহেবগঞ্জের আটিয়াবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা মাহবুব আলম। তাঁর ছেলে মেহেদি আলম। রবিবার আচমকাই বাড়ির মধ্যে ছেলেকে গুলি করেন তিনি। শরীরে গুলি লাগতেই লুটিয়ে পড়ে সে।। তড়িঘড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কোচবিহারের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
অভিযুক্ত বাবার কাছে কীভাবে আগ্নেয়াস্ত এল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পরিবার যদিও মানতে নারাজ, বাবাই গুলি করেছে। পরিবারের দাবি, কে বা কারা, এই কাজ করেছে, তা জানেন না তাঁরা।