কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর । সম্প্রতি, রাজ্যের থিয়েটার দলগুলিকে পাঠানো কেন্দ্রের একটি নির্দেশিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি । ব্রাত্য বসুর দাবি, ওই নির্দেশিকার মর্মার্থ একটাই, মোদীর গুণকীর্তন করতে হবে । তবেই, কেন্দ্রীয় সরকারের মোটা অনুদান পাবে থিয়েটার দলগুলি । শুধু তাই নয়, কেন্দ্রের তরফে একটি ছোট নাটিকাও পাঠানো হয়েছে থিয়েটার দলগুলিকে । সেই নাটকটি সর্বত্র অভিনয় করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে । কেন্দ্রের এই নির্দেশিকায় স্তম্ভিত ব্রাত্য বসু ।
ব্রাত্য শুধু একজন রাজনীতিক নন, একইসঙ্গে তিনি একজন নাট্যকার, নাট্য নির্দেশক ও অভিনেতাও বটে। মঙ্গলবার একটি টুইট করেন ব্রাত্য । সেখানেই কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেন তিনি । কেন্দ্রের পাঠানো ছ’পাতার ছোট নাটিকাটিও ওই টুইটে পোস্ট করেছেন । দেখা গেল, নাটকটির শিরোনাম হিন্দিতে লেখা, নাম ‘লে আয়ে বাপস সোনে কি চিড়িয়া’। ব্রাত্য-র দাবি, ছোট নাটিকাটির মর্মার্থ হল ‘প্রধানমন্ত্রীর মহিমাবাচক ও গুণকীর্তন করা’।
ব্রাত্য বসু আরও লেখেন, 'পশ্চিমবঙ্গের থিয়েটার দলগুলি যে হেতু বামপন্থী সেকুলার, তাই আমরা আশা রাখতেই পারি, এই নির্লজ্জ প্রস্তাব তাঁরা সবাই ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবেন।' যদিও বিজেপির অভিযোগ, ব্রাত্য বসুর এই দাবি উদ্দেশ্যপ্রণোদিত ও প্ররোচনামূলক ।