রাজ্যের সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) বিরোধ লেগেই রয়েছে। বৃহস্পতিবার তা অন্য মাত্রায় পৌঁছল। নাম না করে টুইটারে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি আচার্য তথা রাজ্যপালকে 'পাগলা জগাই' বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
নিজের টুইটার হ্যান্ডলে সুকুমার রায়ের লেখা অত্যন্ত পরিচিত কবিতা ‘লড়াই ক্ষ্যাপা’-র আটটি পঙক্তি পোস্ট করেছেন শিক্ষামন্ত্রী। তার উপরে লিখেছেন, ‘প্রসঙ্গ : অনুমোদন’। রাজ্যপালের নাম করেননি ব্রাত্য, তবে 'পাগলা জগাই' বলতে কার কথা বলা হয়েছে, তা স্পষ্ট।
দার্জিলিং সফরে গিয়ে কলকাতা, যাদবপুর-সহ রাজ্যের ২৪টি বিশ্ববিদ্যালয়ে নিয়ম বহির্ভূত ভাবে উপাচার্য নিয়োগ করা হয়েছে বলে বৃহস্পতিবার অভিযোগ করেছিলেন রাজ্যপাল। টুইটে করে ওই সব বিশ্ববিদ্যালয়ের একটি তালিকাও প্রকাশ করেছিলেন তিনি। সেই তালিকায় কলকাতা, যাদবপুর, গৌরবঙ্গ, আলিপুরদুয়ার, বর্ধমানের মতো বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে।
আচার্যের অনুমোদন ছাড়া রাজ্য সরকার যে ভাবে উপাচার্যদের নিয়োগ করেন, তাও আইনের প্রহসন বলেও অভিযোগ তুলেছিলেন ধনখড়।
KIFF 2022: নবান্ন থেকেই চলচ্চিত্র উৎসবের ভার্চুয়াল উদ্বোধন করবেন মমতা
এর পাল্টা হিসাবে ব্রাত্য বসু (Bratya Basu) বলেছিলেন, ঔপনিবেশিক আমলের নিয়মে বদল এনে রাজ্যপালের বদলে অন্তর্বর্তীকালীন আচার্য হিসাবে মুখ্যমন্ত্রীকে ওই পদে বসানো যায় কি না, সে বিষয়ে ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার।