পশ্চিমবঙ্গে মিড-ডে মিলের দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রকের রিপোর্টটি 'একপেশে এবং কাল্পনিক' বলে দাবি করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর দাবি, বিজেপি বিরোধী রাজ্যগুলিকে হেনস্থা করতেই বিস্তর গরমিল সহ এই অর্ধসত্য রিপোর্ট তৈরি করা হয়েছে।
ব্রাত্য বসুর দাবি, কেন্দ্রীয় প্রতিনিধিদল মিড-ডে মিল নিয়ে তদন্তের পর দিল্লি ফিরে গিয়ে যৌথ পর্যালোচনা কমিটির যে রিপোর্ট তৈরি করে, তা রাজ্যকে দেখানো হয়নি। তার আগেই ফাঁস করা হয়েছে সংবাদমাধ্যমে। রাজ্যের শিক্ষামন্ত্রীর অভিযোগ, ৭ সদস্যের প্রতিনিধিদলের রাজ্যের ৩ জন প্রতিনিধি থাকার কথা থাকলেও ছিলেন মাত্র একজন।
সংবাদ সংস্থা পিটিআইয়ের দাবি অনুযায়ী, ২০২২ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে মিড-ডে মিল প্রকল্পে ১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে রাজ্যে। কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রকের প্রতিনিধি দলের দাবি, ১৬ কোটি মিড-ডে মিলের ভুয়ো হিসাব দিয়েছে রাজ্য। নির্ধারিত পরিমাণের চেয়ে ৭০ শতাংশ কম খাবার দেওয়া হয়েছে পড়ুয়াদের।
ব্রাত্য বসুর আরও অভিযোগ, রিপোর্টটি যৌথ মিশনের হলেও রাজ্যের তরফে 'কুকড মিড-ডে মিল' প্রকল্পের অধিকর্তার সই নেওয়াই হয়নি। প্রতিটি বিষয় নিয়ে তাঁরা কেন্দ্র সরকারকে চিঠি দেবেন বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী।