এসএসসি দুর্নীতিতে যথেষ্ট চাপে রাজ্য সরকার। এবার তা থেকে শিক্ষা নিয়েই কলেজের অধ্যাপকদের বদলির জন্য খোলা হবে অনলাইন পোর্টাল। খুব শীঘ্রই চালু হবে এই পোর্টাল। এমনটাই জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের এই নতুন নীতিকে স্বাগত জানিয়েছেন রাজ্যের শিক্ষক মহলের একাংশ।
জানা গিয়েছে, রাজ্যে প্রায় সাড়ে ৪ হাজার সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ রয়েছে। দীর্ঘদিন ধরে পুরনো নিয়মে বদলি হচ্ছে, যা অত্যন্ত সময়সাপেক্ষ বলেই মত ভুক্তভোগী অধ্যাপকদের। ওই বদলির নিয়মে একাধিক জটিলতা থাকায় এবার এই নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের।
আরও পড়ুন- Hooghly TMC Leader Murder: পঞ্চায়েতের দখল ঘিরে খুন, ধনেখালিতে দলীয় নেতা খুনে তৃণমূল নেতার যাবজ্জীবন
শুক্রবার ব্রাত্য বসু জানান, দু-একদিনের মধ্যেই এই বিষয়ে বিস্তারিত জানানো হবে। এবার থেকে সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের অধ্যাপকদের বদলি একছাতার তলায় নিয়ে আসবে রাজ্য সরকার। বাড়ি বসেই জানা যাবে কোন কলেজে কত শূন্যপদ রয়েছে। তা দেখেই করা যাবে আবেদন।