এবার শিক্ষকদের জন্য নয়া নীতি তৈরির ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার। জানা গিয়েছে, এবার থেকে চাকরিজীবনের শুরুতেই শিক্ষকদের গ্রামে গিয়ে পড়াতে হবে। চিকিৎসকদের মতোই এবার শিক্ষকদের জন্য এই নীতি কার্যকর করা হতে পারে।
সোমবার এবিষয়ে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছেন, অনেকেই গ্রামে গিয়ে শিক্ষকতা করতে অনীহা প্রকাশ করেছেন। এমনকি, সম্প্রতি উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং-এ নিজ মুখে স্বীকার করেছেন অনেক চাকরি প্রার্থী। সেকারণে এই বিষয়ে বিশেষ নীতি তৈরির ভাবনাচিন্তা করা হচ্ছে।
শিক্ষাবিদদের অনেকেই জানিয়েছেন, গ্রামে সরকারি স্কুলের উপর নির্ভরশীলতা এখনও রয়েছে। সেখানকার সিংহভাগ পড়ুয়াই সরকারি স্কুলে পড়াশোনা করে। কিন্তু অনেক ক্ষেত্রে শিক্ষকদের অভাব দেখা যায় একাধিক স্কুলে। সেকারণেই সম্ভবত রাজ্য সরকার এমনই সিদ্ধান্ত আনার কথা ভাবছে।