উলটপূরাণ যাদবপুরে। ১৫ ঘণ্টা অতিক্রান্ত । ছাত্রছাত্রীদের হাতে হেনস্থার প্রতিবাদের ধর্নায় বসেছেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ সহ ইসির একাধিক সদস্যরা। বুদ্ধদেব বাবুর দাবি, ছাত্র নিগ্রহের শিকার তাঁরা । এবার এই ঘটনাকে অনভিপ্রেত বলে উল্লেখ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu), তাঁর দাবি অধ্যাপক বা উপাচার্যকে ‘তুইতোকারি’ আন্দোলনের ভাষা হতে পারে না।
Durga Puja 2023 Weather Forecast: দুর্গাপুজোর চারদিন আকাশ থাকবে ঝলমলে, কমবে ভ্যাপসা গরমও, জানাল মৌসম ভবন
ধন ধান্য প্রেক্ষাগৃহে বৃহস্পতিবার রাজ্যের সব স্কুলের প্রধানশিক্ষকদের রাজ্যের তরফে একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল। সেখানেই এই মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।
জানা গিয়েছে, বুধবার রাত থেকে বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের গাড়ি বারান্দায় অবস্থানে বসেছেন উপাচার্য-সহ ইসির সদস্যরা । জানা গিয়েছে, ২৬ সেপ্টেম্বর কর্মসমিতির বৈঠকে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সব বিষয়ে আলোচনা করা হয়নি । পরে কবে সেই বৈঠক হবে,তাও জানানো হয়নি । কিন্তু, বুধবার হঠাৎ ইসি ছাত্রমৃত্যু ও ডেঙ্গি সংক্রান্ত বৈঠক ডাকলে ছাত্রছাত্রীরা স্লোগান দিতে শুরু করেন ।
ছাত্রছাত্রীদের স্লোগানের জেরেই ধর্নায় বসার সিদ্ধান্ত নেন উপাচার্য ও সহকারী উপাচার্য, রেজিস্ট্রার, ডিন অফ সায়েন্স অর্থাৎ ইসির কয়েকজন সদস্য