রাজ্যের শিক্ষা দফতরকে 'অন্ধকারে' রেখে রাজ্যপাল তথা আচার্য বিশ্ববিদ্যালয়গুলিতে নিয়োগ করেছেন। সেই খবর সংবাদমাধ্যম থেকে জানতে পেরেছেন বলে দাবি করে টুইট রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু'র। এবার তা নিয়েই চরমে পৌঁছল রাজভবনের সঙ্গে নবান্নের সংঘাত। টুইটে এই নিয়োগকে 'বেআইনি' বলে উল্লেখ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এমনকি নিয়োজিত অধ্যাপকদের পদত্যাগ করার অনুরোধও করেন তিনি। সূত্রের খবর, বুধবার রাজভবনে একটি বৈঠক করেন রাজ্যপাল। সেই বৈঠকে ডাকা হয়নি শিক্ষা দফতরের কোনও প্রতিনিধিকেই।
এই বৈঠকের ভিত্তিতেই তড়িঘড়ি নিয়োগ করা হয়। রাজ্যের শিক্ষা দফতরকে অন্ধকারে রেখে এই নিয়োগ করা হয়েছে বলে জানা গিয়েছে। এরপরেই রাজ্যপালের এই সিদ্ধান্তের বিরুদ্ধে টুইটারে নিজের ক্ষোভ উগড়ে দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
আরও পড়ুন - রাজ্য শিক্ষা দফতরকে কে না জানিয়েই একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ রাজ্যপালের
শিক্ষামন্ত্রী টুইটে দাবি করেছেন, উপাচার্য নিয়োগের বিষয়টি সংবাদমাধ্যম থেকে জানতে পেরেছেন তিনি। এই সিদ্ধান্ত শিক্ষা দফতরের সঙ্গে আলোচনা না করেই নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তাঁর অভিযোগ, বর্তমানে রাজ্যে উপাচার্য নিয়োগের নিয়ম লঙগণ করে এই নিয়োগ করা হয়েছে। এই নিয়োগের বিষয়ে ভবিষ্যতে শিক্ষা দফতর কী পদক্ষেপ করবে, তা নিয়ে আইনজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন ব্রাত্য।