অশোকনগর নাটোৎসবের মঞ্চে দাঁড়িয়ে ভোটারদের কাছে বারাসতের সাংসদ কাকলী ঘোষ দস্তিদারকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানালেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। কিন্তু সেই সঙ্গে 'টোপ' হিসাবে ব্যবহার করলেন বাংলাদেশের বিখ্যাত অভিনেতা মেশাররফ করিমকে, এমনই অভিযোগ বিরোধীদের।
ব্রাত্য বসুর সঙ্গে অশোকনগর নাটোৎসবের মঞ্চে উপস্থিত ছিলেন মোশারফ করিমও। তাঁদের সঙ্গে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, মন্ত্রী পার্থ ভৌমিক। জনপ্রিয় বাংলাদেশী অভিনেতাকে নিয়ে দর্শকদের মধ্যে ছিল প্রবল উন্মাদনা।
বক্তৃতা করতে গিয়ে ব্রাত্য বসু বলেন, "মোশারফ করিমকে আবার দেখতে চাওয়ার দাবি উঠছে। সেই কাজটা একমাত্র নারায়ণই করতে পারেন। আমরা তাঁকে এই কাজে সঙ্গ দিতে পারি।" এর পরেই তাঁর সংযোজন, ২০২৪ সালের ভোটে কাকলি ঘোষদস্তিদার যদি অশোকনগর থেকে বিরাট ভোটের লিড পান, তাহলে স্থানীয় বিধায়ক নারায়ণের পক্ষে মোশাররফ করিমকে আবার নিয়ে আসার কাজটা আরও সহজ হয়ে যাবে।
Param-Piya Reception: 'অনেক বয়সে বিয়ে করলে যেমন লাগে', সইসাবুদ সেরে সন্ধেয় বন্ধুর বাড়িতে পরম-পিয়া
ব্রাত্য বলেন, "অশোকনগরের দিকে দিকে এই কথাটা ছড়িয়ে দেবেন - মোশারফ করিমকে দেখতে চাইলে কাকলি ঘোষদস্তিদারকে জোড়া ফুল চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত করুন।"
মোশাররফ করিম অবশ্য কোনও রাজনৈতিক মন্তব্য করেননি। তিনি বলেছেন, "আমি এই দেশে আরও নাটক করতে আসতে চাই৷ এখানে আসতে আমার ভালো লাগে।"
এর আগে তৃণমূলের হয়ে প্রচার করে বিতর্কে জড়িয়েছিলেন বাংলাদেশী অভিনেতা ফেরদৌস আহমেদ। বিজেপি এবং সিপিএমের অভিযোগ, নাট্য উৎসবের মঞ্চে যে ভোটের প্রচার করা যায় না, সে কথা ভুলে গিয়েছেন ব্রাত্য।