শুধু তৃণমূলের আমলে দুর্নীতি নিয়ে আলোচনা কেন? ক্যাগ রিপোর্টে প্রকাশিত বাম আমলে নিয়োগ দুর্নীতি নিয়ে তাঁরা তো আলোচনা করেন না, সাংবাদিক বৈঠক করে প্রশ্ন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।
সঙ্গে জানিয়ে দিলেন, মুখ্যমন্ত্রীকে বাম নেতা সুজন চক্রবর্তীর বিরুদ্ধে ওঠা স্ত্রীর চাকরির ক্ষেত্রে অনিয়মের বিষয়টি জানানো হবে, তিনি নির্দেশ দিলে পূর্ণাঙ্গ তদন্ত হবে।
Moon and Venus: এক ফালি চাঁদের তলায় শুকতারার আশ্রয়, বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী কলকাতা
সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসুকে বলতে শোনা গেল "কই আমাদের সরকার তো তাদের নিয়ে কোনও অভিযোগ করেনি। ভদ্রতা কি আমাদের দুর্বলতা?’’
সিপিএম-এর উদ্দেশে শিক্ষামন্ত্রীকে বলতে শোনা গেল, ‘‘ ওরা কি বলতে চায়, ওদের আমলে কারও স্কুল কলেজে অনিয়মের চাকরি হয়নি? আমি ব্যক্তিগত ভাবেই অনেককে চিনি, যাঁদের এ ভাবে চাকরি হয়েছে। কিন্তু তৃণমূল এক বারও এ নিয়ে কিছু বলেনি।’’ এর পরই ক্যাগের রিপোর্টের পরিসংখ্যানের কথা উল্লেখ করেন ব্রাত্য। বলেন, ‘‘ক্যাগের রিপোর্টে দেখা গিয়েছে, বাম আমলে ৪৬ হাজার অনিয়ম হয়েছিল। এটা কাল চর্চায় এসেছে। আমরা এ বার এটা সরকারি ভাবে খতিয়ে দেখব।’’