পঞ্চায়েত ভোটের আগে রাজ্য়ের স্বাস্থ্য পরিকাঠামোকে ঢেলে সাজাতে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। শুক্রবারও তার প্রভাব লক্ষ করা গেল বিধানসভায়। এবার হাসাপাতেল কেন চলছে দালাল রাজ, এই প্রশ্ন তুলে ধমক দিলেন স্বাস্থ্য কর্তাদের। এদিন এক বিজেপি বিধায়কের প্রশ্নের জবাবে, তিনি জানান, হাসাপাতালে দালাল-রাজ চলতে পারে না। এই ব্যাপারে পুলিশ ও প্রশাসনকে কড়া হতে তিনি নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে সতর্ক করেছেন রাজ্য়ের স্বাস্থ্য় কর্তাদের।
শীতকালীন অধিবেশন শুরুর আগেই রাজ্যের স্বাস্থ্য় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে রেফার নিয়ে সরকারের কড়া অবস্থান স্পষ্ট করেছিলেন। সাফ জানিয়েছিলেন, যে চিকিৎসক রেফার করবেন, রোগীর কিছু হলে তাঁকেই দায়িত্ব নিতে হবে। এই ব্যাপারে কোনও অজুহাত বরদাস্ত করা চলবে না বলেও জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। সেই রেশ কাটার আগেই এবার বিধানসভায় উঠল হাসপাতালে দালাল-রাজ নিয়ে অভিযোগ।
তবে এদিনের জবাবে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, সরকারি হাসপাতালে এই অভিযোগ তিনি আর বরদাস্ত করবে না। এদিকে এদিন বিধানসভায় অস্ট্রেলিয়ার এক বাণিজ্য গোষ্ঠীর সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের পর্যটনে তাদের বিনিয়োগ করতে আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।