সম্পত্তির লোভে দাদাকে সুপারি কিলার দিয়ে খুন করানোর অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। শ্রীরামপুরের(Hooghly Murder Update) রাজ্যধরপুর এলাকার এই ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী। ওই ঘটনায় নিহতের ভাই-সহ গ্রেফতার দুই।
গত বৃহস্পতিবার রাজ্যধরপুরের দাসপাড়া এলাকার বাসিন্দা গৌতম দাসের (৫৮) মৃতদেহ উদ্ধার হয় এলাকারই একটি পুকুর থেকে। স্থানীয়রা গৌতমের মৃতদেহ পুকুরে ভাসতে দেখে পুলিশে(Hooghly District Police) খবর দেন। পরে পিয়ারপুর ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে(Sreerampore Walsh Hospital) পাঠায় ময়নাতদন্তের জন্য। দাদার মৃত্যু নিয়ে শ্রীরামপুর থানায়(Sreerampore Police Station) অভিযোগ দায়ের করেন গৌতমের ছোট ভাই উৎপল দাস। পুলিশি তদন্তে ফাঁস হয়ে যায় গৌতম খুনের(Goutam Das Murder Case) চক্রান্ত।
আরও পড়ুন- Landslide in Kolkata: ফিরে এল বউবাজারের স্মৃতি, জলের পাইপ ফেটে ধসে গেল ব্র্যাবোর্ন রোডের একাংশ
স্থানীয় সূত্রে খবর, গৌতমরা পাঁচ ভাই এবং এক বোন। বছর দুয়েক আগে এক ভাইয়ের মৃত্যু হয়। বাকি ভাইদের মধ্যে একমাত্র উজ্জ্বল দাস বিবাহিত। সে পরিবার নিয়ে আলাদা বাড়িতে থাকে। বাকি তিন ভাই, বোন এবং ভগ্নিপতি একসঙ্গে থাকেন। তিন অবিবাহিত ভাইয়ের মধ্যে পঙ্কজ আবার মানসিকভাবে অসুস্থ। দিল্লি রোডের(Delhi Road Hogghly) পাশে দাস পরিবারের বিপুল টাকার জমি এবং সম্পত্তি রয়েছে। পুলিশের দাবি, সেই সম্পত্তি দখল করার লোভে দাদাকে খুনের ছক করে ভাই উজ্জ্বল।