প্রায় বছর ঘুরতে চলল। যাদবপুরের ছাত্রের মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা বাংলা। উচ্চ মাধ্যমিক পাসের পর, নদিয়ার বগুলার ছাত্র পড়তে গিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। হস্টেলে তাঁর মৃত্যু হয়, ওঠে র্যাগিংয়ের অভিযোগ। ছেলের মৃত্যুর পর বাবা-মায়ের সবেধন নীলমণি ছিল তাঁদের ছোট ছেলে। এবার জীবনের প্রথম বড় পরীক্ষা দিলেন মৃত ছাত্রের ভাই।
Arjun Singh Exclusive : মমতায় ক্ষোভ কেন ? এডিটরজি বাংলার নিউজ এডিটর দেবযানী চৌবেকে কী বললেন অর্জুন ?
তাঁদের বাবা সংবাদ মাধ্যমকে জানান, দুই ভাই একসঙ্গে স্কুলে যেত। বগুলা হাইস্কুলেই দুজনের পড়াশুনো। দাদার মৃত্যুর পর, ভাইয়ের উপর দিয়ে বয়ে গেছে ঝড়। এখনও কাউন্সেলিং চলছে ভাইয়ের। মাধ্যমিক দেওয়া তাঁর কাছে কার্যত চ্যালেঞ্জের মতো ছিল। পাস করেছেন ছোট ছেলে, এটাই তাঁদের কাছে যথেষ্ট। এরপরেই বাবা জানান, ‘’ওর মা আর বাইরে কোথাও পড়তে যেতে দিতে রাজি নয়।" পাশের খবর আসতে দাদাকেই প্রথম মনে পড়েছে ভাইয়ের।