শাশুড়ি অসুস্থ, তবু দেখাশোনা করেন না পুত্রবধূরা।এই অভিযোগে কয়েক মিনিটের ব্যবধানে তিন স্ত্রীকে ডিভোর্স দিলেন ভাইয়েরা। আলজেরিয়ায় ঘটেছে এমন ঘটনা।
ভাইয়েদের অভিযোগ, বৃদ্ধার মায়ের স্নান, খাওয়া-দাওয়া— কোনও কিছুর দিকেই স্ত্রীদের নজর ছিল না। সেই নিয়ে অশান্তি লেগেই থাকত।
Ganga Vilas Cruise: প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাত্র ৩ দিনের মাথায় বিহারে আটকে গেল গঙ্গাবিলাস ক্রুজ
দিন কয়েক আগে নির্দিষ্ট সময়ের আগে বাড়ি ফিরে তিন ভাই দেখেন স্ত্রীয়েরা কেউ বাড়ি নেই, তাঁদের অসুস্থ মায়ের সেবা করছেন এক প্রতিবেশী। এর পর প্রতিবেশীর কাছে তাঁরা জানতে পারেন, প্রায় কোনও দিনই বৌয়েরা বাড়িতে থাকেন না। তখন হয় কোনও প্রতিবেশী অথবা বোনকে এসে মায়ের যত্নআত্তি করতে হয়। বিবাহিতা বোন প্রায়ই তাঁদের বাড়িতে এসে মায়ের দেখাশোনা করেন। বোনের স্বামী অসুস্থ বলে আসতে পারেননি, তা সত্তেও বাড়িতে থাকেননি তিন ভাইয়ের একজন স্ত্রীও। তৎক্ষণাৎ ডিভোর্সের সিদ্ধান্ত নেন ভাইয়েরা।