বাজার দাম প্রায় ৬ কোটি ১৫ লাখ টাকার বেশি। ওজন ১১.৬২ কেজি। সোমবার উত্তর ২৪ পরগনার (North 24 pgs) ভারত (India)-বাংলাদেশ (Bangladesh) সীমান্তে দুটি আলাদা ঘটনায় এই পরিমাণে সোনা (Gold) বাজেয়াপ্ত করল সামীন্তরক্ষীর বাহিনীর (BSF) জওয়ানরা। এই ঘটনায় দু জনকে গ্রেফতারও (Arrest) করা হয়েছে। বিএসএফ সূত্রে খবর, দুটি ক্ষেত্রেই বাংলাদেশ থেকে সোনা ভারতে পাচার হচ্ছিল।
প্রথম ঘটনায় বাংলাদেশে রফতানি (Export) পণ্য দিতে যাওয়া এক ট্রাকের (Truck) চালকের আসনের নীচ থেকে সোনা উদ্ধার হয়। বিএসএফ সূত্রে খবর, এই ঘটনায় উদ্ধার হয়েছে ৭০টি সোনার বিস্কুট (Gold Biscuit) ও তিনটি সোনার বার। সোনা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ট্রাক চালক রাজা মণ্ডলকে। যদিও ওই ট্রাক চালকের দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে।
দ্বিতীয় ঘটনায় সোনা উদ্ধার হয়েছে, জয়ন্তী সীমান্ত থেকে। নাকার সময় এক বাইক চালককে আটক করে সোনা উদ্ধার করে বিএসএফ। এই ঘটনায় মারুব মণ্ডল নামে ওই বাইক চালককে গ্রেফতার করা হয়েছে।
সীমান্তে একসঙ্গে সাড়ে এগারো কেজির বেশি সোনা বাজেয়াপ্ত। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে এত বড় সাফল্য নেই বিএসএফের।