বিএসএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে, স্পর্শকাতর, অতি স্পর্শকাতর বুথের তালিকাই পাননি তাঁরা। হাতে পেলে কাজ অনেক সহজ হত। যদিও কমিশন জানিয়েছে, বাহিনী এত দেরিতে পৌঁছেছে, সময়াভাবে তা করা হয়ে ওঠেনি। এই দায় কমিশনের নয়।
দিনভর লাগাতার অশান্তি, হিংসা, প্রাণহানির মধ্যে দিয়ে রাজ্যে শেষ পঞ্চায়েত নির্বাচন। যে বুথে অশান্তি হয়েছে, অধিকাংশ এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখা পাওয়া যায়নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও কমিশনের সঙ্গে সংঘাত হয়েছিল। এবার সরাসরি কমিশনের কোর্টে বল ঠেলল বিএসএফ।
আরও পড়ুন: সোমবার ১৯ জেলায় পুনর্নির্বাচন, প্রত্যেক বুথে ৪ জওয়ান, জানাল নির্বাচন কমিশন
বিএসএফের ডিআইজি এসএস গুলেয়রিয়ার দাবি, তাঁরা স্পর্শকাতর বুথের তালিকা পাননি। তাই কেন্দ্রীয় বাহিনী আনার পর সঠিক বুথে মোতায়েন করা যায়নি। না হলে যে সব বুথে, বিএসএফ, সিএপিএফ ছিল, সেখানে শান্তিপূর্ণ ভাবেই ভোট হয়েছে।