বিএসএফ-গরু পাচারকারীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার ধানতলা । জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে গরু নিয়ে বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টা করছিল গরুপাচারকারীরা । সেইসময় বিএসএফ বাধা দেওয়ায়, তাঁদের লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ । পাল্টা গুলি চালায় বিএসএফও । মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে হয়ে ওঠে এলাকা । ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন । ইছামতি বর্ডার আউটপোস্টের কাছে ঘটনাটি ঘটেছে ।
বিএসএফ-এর তরফে জানানো হয়েছে, জওয়ানদের লক্ষ্য করে বোমা ছোড়ার ঘটনা প্রথমবার ঘটল । ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা । বিএসএফের তরফে জানানো হয়েছে, বাংলাদেশের দিকে গরু নিয়ে যাওয়ার সময় পাচাকারীদের বাধা দিলেই তারা বোমা ও অস্ত্র বের করে । বিএসএফ-কে উদ্দেশ্য করে পাথরও ছোঁড়া হয় বলে অভিযোগ । ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে । এছাড়া, ৫ থেকে ৬ জন আহত হয়েছেন বলে খবর ।
উল্লেখ্য, মাস খানেক আগে গরু নিয়ে যাওয়ার সময় বিএসএফের গুলিতে আক্রান্ত হয়েছিলেন এক ব্যক্তি ।