সার্ভিসের আগ্নেয়াস্ত্র ও গুলি, কার্তুজ সঙ্গে ছিল। সব নিয়েই নিখোঁজ BSF জওয়ান। ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে মালদায়। ওই জওয়ানের তল্লাশিতে নেমেছে মালদা পুলিশ প্রশাসন। নিখোঁজ হওয়ার সময় তাঁর কাছে ইনসাস রাইফেল, দুটি ম্যাগাজিন ও প্রচুর গুলি ছিল বলে জানিয়েছে BSF।
BSF-এর পক্ষ থেকে মালদার হাবিবপুর থানায় রিপোর্ট করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, নিখোঁজ BSF জওয়ান অখিলেশ কুমার উত্তরপ্রদেশের বাসিন্দা। BSF-এর মালদা সেক্টরের ১৫৯ নম্বর ব্যাটেলিয়নের জওয়ান ছিলেন তিনি। মালদার হাবিবপুর ও বামনগোলা এলাকার সীমান্তে ডিউটিতে ছিলেন তিনি। শনিবার ক্যাম্পে রিপোর্ট করতে আসার কথা ছিল তাঁর। ওই সময় থেকেই খোঁজ নেই জওয়ানের। শনিবার সন্ধ্যের দিকে BSF-এর পক্ষ থেকে হাবিবপুর থানায় রিপোর্ট করা হয়। তারপরই মালদা জুড়ে তল্লাশি শুরু করেছে পুলিশ।
মালদার পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, "নিখোঁজের অভিযোগ জমা পড়েছে। ওই জওয়ানের খোঁজ করা হচ্ছে।" অখিলেশের কানপুরের বাড়িতেও খোঁজ চালাচ্ছে BSF।