ভবানীপুরে ভেঙে পড়ল একটি পুরনো দোতলা বাড়ি। ঘটনায় কেউ হতাহত হননি। জানা গিয়েছে, ওই বাড়িতেই সত্যজিৎ রায়ের সোনার কেল্লার কিছু দৃশ্য শুটিং হয়েছিল। বাড়িটি আগেই বিপজ্জনক ঘোষণা করেছিল কলকাতা পৌরসভা।
পদ্মপুকুরের ওই বাড়িটিতে মোট তিনটি পরিবার বাস করতেন। যদিও ভেঙে পড়ার আগেই দুটি পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। অন্য একটি পরিবার বাড়িটির অন্য একটি অংশে বসবাস করছে।
এদিকে সত্যজিৎ রায়ের স্মৃতি বিজরিত বাড়িটি ভেঙে পড়ায় মন খারাপ এলাকাবাসীদের। তাঁরা জানিয়েছেন, ভেঙে পড়া অংশে কেউ থাকতেন না। মোট তিনটি পরিবার থাকলেও একটি পরিবার ছবছর আগে এবং অন্য একটি পরিবার দুমাস আগে অন্যত্র চলে গিয়েছেন। তবে যেহেতু সত্যজিৎ রায়ের স্মৃতিবিজরিত বাড়ি সেকারণে মন খারাপ তাঁদের।
তবে ওই তিনটি পরিবারকে ভাড়াটে সংশাপত্র দিয়েছে কলকাতা পৌরসভা। যার ফলে আগামী দিনে ওই বাড়ি ভেঙে নতুন কোনও নির্মাণ হলে সেখানে জায়গা পেতে পারেন ওই তিন পরিবার।