ব্যঙ্কের লাইনে সাধারণ মানুষ নয়, দাঁড়িয়ে রয়েছে একটি ষাঁড়। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন ব্যাঙ্ক কর্মী থেকে শুরু করে গ্রাহকরা। যদিও শেষপর্যন্ত ব্যাঙ্ক কর্মীরা দীর্ঘক্ষণের চেষ্টায় ষাঁড়টিকে ব্যাঙ্ক থেকে বের করতে সমর্থ হন।
ঘটনাটি উত্তরপ্রদেশের উন্নাও-এ। বুধবার দুপুরে শাহগঞ্জ এলাকার একটি ব্যাঙ্কে ওই ষাঁড়টি ঢুকে পড়ে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর অনেকেই ব্যাঙ্গাত্মক কমেন্টও করেছেন।
ভিডিওতে দেখা গিয়েছে, ষাঁড় ঢুকে পড়ার ঘটনায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। ব্যাঙ্কের ভিতরেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। যদিও কীভাবে ওই ষাঁড়টি ঢুকলো সেবিষয়ে জানা যায়নি। মনে করা হচ্ছে হঠাৎ করেই ব্যাঙ্কের ভিতরেই ঢুকে যায় ষাঁড়টি।