পঞ্চায়েত ভোটে গুন্ডামি বরদাস্ত নয়। যে করবে, তাকে এক ঘণ্টার মধ্যে তৃণমূল থেকে ছুড়ে ফেলে দেওয়া হবে। শনিবার নদিয়ার মতুয়া দূর্গ বলে পরিচিত রানাঘাটের সভা থেকে এভাবেই দলীয় কর্মীদের সতর্ক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একে মতুয়া ভোটে টান, তায় আবার স্কুল সার্ভিস নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার বিধায়ক মানিক ভট্টাচার্যের জেলা। ফলে এদিন এই সাঁড়াশি চ্যালেঞ্জের মধ্যেই রানাঘাটে সভা করলেন অভিষেক।
তাই এদিনের জনসভায় বার বার একটি প্রশ্ন দলীয় কর্মীদের সামনে রেখেছেন অভিষেক। আর তা হল কেন এই জেলায় তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন রানাঘাটবাসী ? কারণ, অভিষেকও জানেন এই জেলায় তৃণমূলের গোষ্ঠীকোন্দলের কাহিনি। একইসঙ্গে অবশ্য কর্মীদের চাঙ্গা করতে তাঁর বার্তা, এই পঞ্চায়েত ভোটেই বিজেপি নামের জঞ্জাল সাফ করতে হবে। তাই কাকে প্রার্থী করতে হবে, তা তাঁকে জানানোর নির্দেশ দিয়েছেন। মাথায় রেখেছেন মতুয়া ভোটের বিষয়টিও।
গতবার এই জেলায় এসে মতুয়া ভোট টানতে আশ্বাস দিয়েছিলেন তৃণমূল নেত্রীও। সেই পথেই হাঁটলেন অভিষেক। সেই কারণেই, যা অসুবিধা তাঁকে জানানোর কথা জানিয়েছেন। তাঁর দাবি, মানুষের পাশে গিয়ে কাজ করতে হবে। দূর থেকে নয়। আর যাঁরা দূর থেকে কাজ করে টিকিট পাওয়ার কথা ভাবছেন, তাঁদের জন্য তৃণমূল নয় বলেও ফের হুঁশিয়ারি ডায়মন্ড হারবারের সাংসদের।