কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ২ ও ৩ অক্টোবর দিল্লিতে বিক্ষোভ দেখাবে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি ১০০দিনের কাজে বকেয়া টাকার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠিও পাঠাবেন বঞ্চিতরা। কাগজের বাক্স ভর্তি সেই চিঠি এসে পৌঁছল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের সামনে। সেই চিঠি এবার পৌঁছে যাবে প্রধানমন্ত্রীর দফতরে।
বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে গিয়ে আন্দোলন করার পরিকল্পনা নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগায় ওই বিক্ষোভ সমাবেশে নাও যেতে পারেন তিনি। পরিবর্তে দিল্লিতে ওই সমাবেশে নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দলীয় সূত্রে খবর পাওয়া গিয়েছে, ১ অক্টোবর রাতের মধ্যে রাজধানীতে পৌঁছে যাবেন তৃণমূলের শীর্ষস্থানীয় একাধিক নেতা। থাকবেন একাধিক দলীয় বিধায়ক এবং সাংসদ। তার আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তৃণমূলের। সেই ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছে তৃণমূল কংগ্রেস।