বামেদের আইন অমান্য কর্মসূচি (CPIM Rally) নিয়ে রীতিমতো ধুন্ধুমার পূর্ব বর্ধমান (East Bardhaman)। কার্জন গেট চত্বরে পুলিশের (Police) সঙ্গে খণ্ডযুদ্ধ হয় বামকর্মী ও সমর্থকদের। জেলাশাসকের দফতরে যেতে বাধা দেন পুলিশকর্মীরা। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। কর্মী ও সমর্থকদের রুখতে জলকামান, কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করারও অভিযোগ উঠছে। ঘটনাস্থলে বিরাট পুলিশবাহিনি মোতায়েন করা হয়েছে।
বুধবার সকাল থেকেই বামেদের আইন অমান্য কর্মসূচিকে কেন্দ্র করে ভিড় ছিল চোখে পড়ার মতো। এরপরই জেলাশাসক দফতরে অভিযান করেন বাম কর্মী-সমর্থকরা। বিকেলের দিকে কার্জন গেট চত্বরে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকজন বাম কর্মী ও সমর্থককে আটক করে পুলিশ। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ধরপাকড় চলছে।
আরও পড়ুন: 'পার্থ, কেষ্ট, ববি, অরূপ, অভিষেক, সবাই চোর, ওরা সাধু!' কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের