পুতুল নাচ। একটা সময় ছিল, শীত এলেই ঠাকুমা-দিদিমার হাত ধরে চলে যাওয়া তাঁবুর মধ্যে। দীর্ঘ সময় পর সেই পুরোনো দিনের কথাই ফিরিয়ে আনল বর্ধমান পাপেটিয়ার্স। সম্প্রতি তাদের উদ্যোগেই চলছে জাতীয় পুতুল নাটক উৎসব। বাংলার পাশাপাশি এই নাট্য উৎসবে যোগ দিয়েছে রাজস্থান, দিল্লি, ত্রিপুরার পুতুল নাচের দল। এছাড়াও স্থানীয় টাউন হলে এই অনুষ্ঠানে যোগ দিয়েছে বাংলার বিভিন্ন জেলার বেশ কয়েকটি দল।
সাবেক এবং আধুনিক। দুই ফরম্যাটেই হচ্ছে এই নাট্য উৎসব। আর তাতে মন মজেছে বর্ধমান শহরের মানুষের। তাই রোজই বিভিন্ন সময় শো দেখতে হাজির হচ্ছেন বহু দর্শক। টাউনহলের বাইরে ও ভিতরে বিকেল থেকে রাত পর্যন্ত অনুষ্ঠান রয়েছে। প্রথম দিনের প্রথম শো ছিল হাউজফুল। নতুন প্রজন্মের মধ্যে এই শিল্পের প্রতি আগ্রহ বাড়াতে চান উদ্যোক্তারা। সেই লক্ষ্যেই প্রচার চালানো হয়েছে শহরজুড়ে।