ছেলে মারা গিয়েছেন। তাঁর মৃতদেহ ঘিরেই চলছিল কান্নাকাটি। আচমকাই জেগে উঠলেন 'মৃত' যুবক। জল চেয়ে খেলেন। যদিও শেষ রক্ষা হয়নি। বেঁচে ফেরেননি ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বর্ধমানের (Burdwan) ভাতারে। মৃত ওই যুবকের নাম ছোটন সর্দার। বয়স ৩৫ বছর। বাড়ি ভাতার থানার বাউড়িপাড়ায়।
পরিবারের অভিযোগ, সরকারি হাসপাতালের চিকিৎসার গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে ওই যুবকের। যদিও এই অভিযোগ মানতে নারাজ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তিনি জানিয়েছেন, মৃত অবস্থাতেই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। ময়নাতদন্তের কথা বলতেই পরিবার দেহ নিয়ে চলে যায়।
আরও পড়ুন - কালীপুজোর আগে শুরু ধরপাকড়, সোমবার উদ্ধার ১৫০ কেজি শব্দ বাজি
জানা গিয়েছে, সোমবার ভোর রাতে বুকে ব্যথা শুরু হয় ওই যুবকের। তাঁকে সরকারি হাসপাতালে নিয়ে গেলে ওষুধ, ইনজেকশন দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাড়ি ফিরে ওই যুবক ফের অসুস্থ হয়ে পরলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা মৃত ঘোষণা করেন ওই যুবককে।
মৃতদেহ বাড়িতে নিয়ে আসলে আচমকাই উঠে বসেন ওই যুবক। জল চেয়ে খান। ফের তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই মৃত্যু হয় তাঁর।