বিদ্যুতের বিল মিটিয়ে দিয়েছিলেন। তবুও ফোনে মেসেজ এসেছিল বিল না মেটালে কেটে দেওয়া হবে সংযোগ। মেসেজে থাকা কাস্টমার কেয়ার নম্বরে ফোন করতেই ফাঁকা হয়ে গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট। দুটি অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া লক্ষাধিক টাকা।
ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী থানা এলাকায়। ওই এলাকার বাসিন্দা গোলাম হোসেন শেখের অ্যাকাউন্ট থেকেই তুলে নেওয়া হয়েছে টাকা। ইতিমধ্যেই সাইবার ক্রাইমে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই ব্যক্তি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পূর্বস্থলী ২ ব্লকের বাসিন্দা গোলাম হোসেন শেখ ভিআরপির কাজ করেন। নিজের জমিতে চাষও করেন। গত ২১ নভেম্বর তাঁর কাছে মেসেজ আসে। তিনি অনলাইনে বিদ্যুৎ বিল মিটিয়ে দিলেও তিনি মনে করেন মেসজটি বিদ্যুৎ দফতরের।
ওই নম্বরে ফোন করতেই তাঁকে দুটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। এরপরেই দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রথমে ৭৮ হাজার ৬৯৮ টাকা, কিছু পরে দফায় দফায় ২৭ হাজার ৪১০ টাকা তুলে নেয় সাইবার প্রতারকরা।