টোটো দুর্ঘটনা প্রাণ কাড়ল গোটা পরিবারের। এছাড়াও তিনজনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। জানা গিয়েছে, ডাম্পারের সঙ্গে টোটোর ধাক্কার জেরে মোট ছয় জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে হুগলির গুড়াপের কংসারিপুর মোড়ে চুঁচুড়া তারকেশ্বর ২৩ নম্বর রোডে।
জানা গিয়েছে, এদিন সকালে একটি যাত্রিবাহী টোটোকে ধাক্কা মারে ডাম্পারটি। যাত্রী-সহ টোটোটি ঢুকে যায় ডাম্পারের নিচে। ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ এবং স্থানীয়রা। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ছয় জনকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় আহত হয়েছেন টোটোচালক সৌমেন ঘোষ। তাঁর মাথায় ও হাতে চোট লেগেছে।
দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৯ বছর বয়সী বিদ্যুৎ বেরা তাঁর স্ত্রী প্রীতি বেরা বয়স ২২ বছর এবং তাঁদের দুই বছরের ছোট ছেলে বিহান বেরা। তাঁদের বাড়ি হুগলির দাদপুর বক্রেশ্বর এলাকায়। মৃত্যু হয়েছে ২০ বছরের সৃজা ভট্টাচার্য নামে আর এক যাত্রীর। তাঁর বাড়ি হুগলির ভাসতারা এলাকায়।
আরও পড়ুন - টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে দমকা হাওয়া, কেমন থাকবে কলকাতার তাপমাত্রা
এছাড়াও এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে হুগলির পাণ্ডুয়া এলাকার ৫০ বছর বয়সী নুপুর দাস এবং তাঁর ৬৩ বছর বয়সী স্বামী রামপ্রসাদ দাসের। দেহগুলি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।