পড়ুয়াদের জন্যই ক্যাম্পাসে আইন প্রয়োগ করা যায় না। বৃহস্পতিবার লালবাজারে হাজির হয়ে যাদবপুরের অরাজকতার জন্য এই সাফাই দিয়েছিলেন ডিন অফ স্টুডেন্ট রজত রায়। রাজ্যে এক নম্বর বিশ্ববিদ্যালয় যা পারল না, তা করে দেখাল বর্ধমান বিশ্ববিদ্যালয়।
এক বিবৃতিতে জানানো হয়েছে, ক্যাম্পাসকে ঝামেলা মুক্ত রাখতে নতুন শিক্ষাবর্ষে ভর্তি প্রথম বছরের পড়ুয়াদের হস্টেল আলাদা করে দেওয়া হবে। বহিরাগতদের চিহ্নিত করে হস্টেলের প্রতিটি ঘরে লাগানো হবে আলাদা আলাদা নম্বর। যাদের নামে ঘর বরাদ্দ হবে, তাদের আলাদা তালিকা করা হবে। সেই তালিকা থাকবে হস্টেল সুপার-সহ নিরাপত্তরক্ষীদের কাছে।
আরও পড়ুন : ব়্যাগিং-য়ের জের! হস্টেলের ১১ তলা থেকে পড়ে মৃত্যু বাংলার ছাত্রের, বিচার চাইছে পরিবার
এবার থেকে হস্টেলের লগ বই ব্যবহার করা হবে। হিসাব রাখা হবে পড়ুয়াদের ঢোকা ও বেরনোর। গত ১৪ অগাস্ট এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়ে বলে জানিয়েছে বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষ। হস্টেল আলাদার পাশাপাশি ক্যাম্পাস জুড়ে বসছে সিসি ক্যামেরা। যা সবসময় সচল থাকবে।