মুখ্যমন্ত্রীর সভাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরেই ভয়াবহ বাস দুর্ঘটনা। মালদা জেলার গাজোল থানার পান্ডুয়ার কাছে ঘটনাটি ঘটে৷ দ্রুত আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, ৩৪নং জাতীয় সড়কে (NH34) ওপর ঘটে যাওয়া এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। গুরুতর জখম কমপক্ষে ২৫ জন। ঘটনার খবর পেয়েই হাসপাতালে পৌঁছন বাম নেতা ফুয়াদ হালিম। এছাড়াও মেডিকেল কলেজের (Malda medical College and Hospital) অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়, সহকারী অধ্যক্ষ পুরঞ্জয় সাহা দেখতে যান আহতদের।
Fake Note Smugglers: অসমের দুই জাল নোট পাচারকারীকে হাতেনাতে ধরল কলকাতা পুলিশের এসটিএফ
মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যক্ষ পুরঞ্জয় সাহা জানান, "দুর্ঘটনায় আপাতত দু’জন মহিলার মৃত্যু হয়েছে, আহত কমপক্ষে ২৫ জন । আহতদের ডাক্তাররা চিকিৎসা ইতোমধ্যে শুরু করেছেন।" জানা যায়, যাত্রা পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ছোট একটি গাড়িকে ধাক্কা মারে। স্থানীয়দের সহায়তায় আহতদের নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ।