দূষণ কমাতে ১৫ বছরের পুরনো বাস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। তার প্রতিবাদে মার্চ মাসে তিন দিন বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে একাধিক বাস মালিক সংগঠন। এমনকি, বৃহস্পতিবার পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কাছে ডেপুটেশনও জমা দিয়েছে তারা।
বাস বাতিলের সিদ্ধান্ত
১৫ বছরের পুরনো বাস এবং অন্য গাড়ি বাতিল করলে বড় অংশের বাস বাতিল হবে। সমস্যায় পড়বেন বাস মালিক এবং যাত্রীরা। তার প্রতিবাদেই ১৮, ১৯ এবং ২০ মার্চ ধর্মঘট ডেকেছে বাস মালিক সংগঠনগুলি।
বাস সংগঠনগুলির প্রতিনিধিদের দাবি, কোভিডের সময় প্রায় দু বছর অধিকাংশ বাস চালানো হয়নি। ফলে তাঁদের ব্যবসায় ক্ষতি হয়েছে। সেই কারণে অন্তত ২ বছর মেয়াদ বৃদ্ধির দাবি তোলা হয়েছে।