সিতাই থেকে শিলিগুড়ির পথে যেতে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ সরকারি বাসের। দুই গাড়িতেই লেগে যায় আগুন। রবিবারের এই ভয়ঙ্কর দুর্ঘটনায় ২০ জনের উপর গুরুতর আহত হয়েছেন৷ পুড়ে ছাই হয়ে গিয়েছে বাস ও লরি উভয়ই। স্থানীয়দের তৎপরতায় চলে উদ্ধার কাজ। পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন : ডিসেম্বরে ডায়মন্ড হারবারে লাড্ডু বিলি করবেন, অভিষেককে নিশানা করে দাবি শুভেন্দুর
স্থানীয় সূত্রে খবর সকাল ৮ টা নাগাদ কয়লা বোঝাই বিরাট ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হতেই দাউ দাউ করে আগুন লেগে যায়। পরে ট্রাকটিও পুড়ে যায়। স্থানীয়দের সাহায্য ছাড়া এই দুর্ঘটনা ভয়ঙ্কর আকার নিতে পারত বলেই দাবি। পরে তারাই দমকলে খবর দেয়। সংঘর্ষের পর শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলেই মনে করা হচ্ছে প্রাথমিক তদন্তে৷