মঙ্গলবার সকালে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল হলদিয়ার চকদ্বীপা এলাকা। সকালে কুকড়াহাটি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী বাস। চকদ্বীপা হাইস্কুলের কাছে রাস্তার পাশের একটি ডিভাইডারে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে বাসটি। সঙ্গে সঙ্গেই ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। খবর পেয়ে আসে পুলিশও। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেই খবর। স্থানীয় সূত্রে খবর, বাসের মধ্যে কমপক্ষে ৪০-৪৫ জন যাত্রী ছিলেন।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে দুর্ঘটনার পর বাসটির সামনের অংশ পুকুরে ডুবে যায়। যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত যাত্রী তোলার লোভে খুব দ্রুত ছুটছিল বাসটি। বালুঘাটা থেকে যাত্রা শুরু হতেই অস্বাভাবিক গতি নেয় বাস। পুলিশের দাবি, বাসের নিচে কোনও যাত্রী আটকে আছেন কিনা তা এখনও পরিষ্কার নয় তাঁদের কাছে। বাসটিকে তোলার পর সবটা খতিয়ে দেখে তদন্তে নামার আশ্বাস দিয়েছে হলদিয়া থানা।
আরও পড়ুন- Utkarsh Bangla : উৎকর্ষ বাংলায় 'ভুয়ো' নিয়োগপত্র, ভুল কার্যত স্বীকার রাজ্যের, ঘটনায় এফআইআর