পঞ্চায়েত নির্বাচনে রাস্তায় আমজনতার বাস অনেকটাই কমে যেতে পারে। এমনই আশঙ্কা করছে বেসরকারি মালিকদের বাস সংগঠনগুলি। আগামী ৮ জুলাই রাজ্যে এক দফায় পঞ্চায়েত ভোট। ভোটকর্মী ও পুলিশকর্মীরা জেলায় জেলায় যাবেন। এই যাতায়াতে বাসভাড়া নেয় নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী আসলে, অতিরিক্ত বাস আসবে। যার ফলে গণ পরিবহণ পরিষেবা বিঘ্নিত হতে পারে।
পঞ্চায়েতে বেশি সংখ্যক বাস ভাড়া নিলে সাধারণ মানুষের জন্য বরাদ্দ বাসের সংখ্যা অনেকটাই কমে যাবে। ৮ জুলাই নির্বাচন এক দফায় শেষ হলেও, গণনা ১১ জুলাই। আগামী এক মাস জুড়ে ভোটকর্মী, পুলিশ কর্মী, জওয়ানদের জন্য বাস লাগবে। তাই রাজ্যের সাধারণ মানুষের বাস পরিষেবা বিঘ্ন হওয়ার আশঙ্কা দেখা গিয়েছে।
আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে কন্ট্রোল রুম চালু রাজভবনে, হেল্পলাইন নম্বরে জানানো যাবে অভিযোগ
তবে পরিবহণ দফতর এই নিয়ে চিন্তা করতে চাইছে না। সূত্রের খবর, সরকার কমিশনকে ভোটের কাজে বাস ভাড়ার ব্যবস্থা করে দেয়। সরকারি, বেসরকারি দুই বাসই লাগে। পরিবহণ দফতর জানিয়েছে, রাজ্য সরকার সাধারণ মানুষকে পরিবহণ পরিষেবার ব্যবস্থা করে দেবে।