বাস ও ট্রেকারের রেষারেষিতে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে পথ দুর্ঘটনায় মৃত এক। বুধাবার দুপুরে এই ঘটনা ঘটেছে স্থানীয় ঠাকুরচক এলাকা। পুলিশ জানিয়েছেন, এই দুর্ঘটনায় আহত কমপক্ষে ১৫ জন। জানা গিয়েছে এই ঘটনায় প্রাণ হারিয়েছেন বাসের চালক। এই ঘটনায় জেলাশাসককে ফোন করে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দুপুর ১টা নাগাদ কলকাতা থেকে নন্দীগ্রাম যাচ্ছিল নন্দীগ্রাম-ফটক রুটের একটি যাত্রীবাহী বাস। সে সময় উলটোদিকে থেকে অপর একটি যাত্রীবাহী বাস ও ট্রেকার রেষারেষি করতে করতে চণ্ডীপুরের দিকে যাচ্ছিল। কলকাতা থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেকারের মুখোমুখি সংঘর্ষ হয়।
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেকারের পিছনে থাকা যাত্রীবাহী বাসটিও সজোরে ধাক্কা মারে ট্রেকারটির পিছনে। আর তাতেই এই দুর্ঘটনার ভয়াবহতা আরও বেড়ে যায়। আহত যাত্রীদের আর্তনাদে এবং বিকট আওয়াজে ঘটনাস্থলে ছুটে আসেন আশপাশের এলাকার বাসিন্দারা।