পুজোয় চারিদিকে থিকথিকে ভিড়। অথচ সেভাবে লক্ষ্মীলাভ হল না দিঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুরের হোটেল ব্যবসায়ীদের। পর্যটকরা সৈকতে গিয়েছেন বটে, তবে ভিড় অন্যান্য বছরের থেকে বেশ খানিকটা কম বলেই জানিয়েছেন ব্যবসায়ীরা।
দিঘায় বেশ ভিড় ছিল, তবুও ব্যবসায়ীদের এহেন আক্ষেপের কারণ কী? পর্যটন ব্যবসার সঙ্গে যুক্তরা জানিয়েছেন, গত বছর পুজোর আগে হোটেলগুলি ভরে গিয়েছিল অগ্রিম বুকিংয়ে। কিন্তু এই বছর সেরকম চাহিদা নেই। তাঁদের দাবি, এই বছর দিঘা না, পুরীতে প্রচুর ভিড় হয়েছে।
আরও পড়ুন - দুর্গার বিসর্জনের পর একাদশীতে আবার পুজো শুরু, ময়নাগুড়িতে মহা ধূমধাম
তবে, ভিড় যে হতাশাজনক এমনটা নয় বলেও দাবি করেছেন ব্যবসায়ীরা। তাঁদের কথায়, পর্যটকদের জন্য ঢেলে সাজানো হচ্ছে দিঘা। তাঁরা আশাবাদী যে আগামিদিনে নিশ্চয়ই ভিড় আরও বাড়বে।