কার্তিক মাসের কৃষ্ণপক্ষে পূজিত হন মা কালী। তার ঠিক আগের দিন ভূত চতুর্দশীতে ১৪ প্রদীপ জ্বালিয়ে, ১৪ শাক খাওয়ার প্রথা রয়েছে বাঙালিদের মধ্যে। চতুর্দশীর আগে তৃতীয়াতে পালন করা হয় ধনতেরাস। প্রচলিত রীতি অনুযায়ী এই দিনে বাড়িতে ধাতব কোনও নতুন জিনিস আনলে ঘরের ধন-সম্পত্তি ভাগ্য ফিরে আসে বলে রয়েছে বিশ্বাস।
কেউ সোনা-রুপো বা ঠাকুরের বাসন কেনেন। কিন্তু যদি ভাঁড়ারে টানের জেরে ধাতু কিনতে অসুবিধা থাকে, তাহলে খুব কম খরচেই আপনি দেবী লক্ষ্মীকে তুষ্ট করতে পারেন। টলিপাড়ার পরিচিত মুখ সুদীপা চট্টোপাধ্যায় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, "জোড়া ঝাঁটা কিনলে সংসারে সুখ-সমৃদ্ধি দ্বিগুণ হয়। অলক্ষ্মী বিদায় হয়ে ঘরে আসেন মা লক্ষ্মী।"
কেন ধনতেরাসের দিন ঝাঁটা কেনার চল রয়েছে?
মৎস্যপুরাণ মতে ঝাঁটায় লক্ষ্মীর বাস। এদিন ঝাঁটা ঘরে আনা মানে বাড়িতে দেবী লক্ষ্মীর আগমন। এদিন ঝাঁটা কিনলে বাড়িতে অশুভ শক্তির বিনাশ হয়। তবে লোকাচার মত বলছে ঝাঁটা দাঁড় করিয়ে নয় শুইয়ে রাখতে হয়। অনেকেই তাই ঝাঁটায় পা রাখলে প্রণাম করেন।