বুধবার চার কেন্দ্রে শুরু হল বিধানসভা উপনির্বাচন। ওই চারটি কেন্দ্র হল নদিয়ার রানাঘাট দক্ষিণ, কলকাতার মানিকতলা, উত্তর ২৪ পরগনার বাগদা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। চারটি কেন্দ্রেই মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।
অশান্তি এড়াতে উপনির্বাচনে নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশও মোতায়েন করা হয়েছে। ওই চারটি কেন্দ্রের জন্য ৭০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। তারমধ্যে বাগদায় রয়েছে ২০ কোম্পানি, রাণাঘাট দক্ষিণ ১৯ কোম্পানি, রায়গঞ্জে ১৬ কোম্পানি এবং মানিকতলায় ১৫ কোম্পানি বাহিনী রয়েছে।