পঞ্চায়েত মামলা নিয়ে এবার ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। মামলার আইনজীবীদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত ২৬ টি মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। যা নিয়ে রীতিমতো বিরক্ত বিচারপতিরা।
অনেক ক্ষেত্রে সংবাদপত্রের কাটিং নিয়ে গিয়ে মামলা করার রেওয়াজ আছে। সেপ্রসঙ্গেও বিরক্তি প্রকাশ করে বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, পরবর্তী পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত কি হাইকোর্ট নির্বাচন সংক্রান্ত মামলা শুনবে?
পঞ্চায়েত নির্বাচন নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। নির্বাচন সম্পন্ন হওয়ার পরেও সেই মামলগুলি চলছে। যার জেরেই ক্ষুব্ধ আদালত। এদিন একাধিক মামলা অন্য মামলার সঙ্গে সংযুক্ত করার নির্দেশও দিয়েছে আদালত।