রাজু ঝা খুনে CBI তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি রাজা শেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন।
রাজু ঝাঁ খুনের ঘটনায় সিট গঠন করে তদন্ত শুরু করার নির্দেশ দেয় রাজ্য সরকার। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মে মাসের ৩ তারিখে রাঁচি থেকে ইন্দ্রজিৎ এবং লালবাবুকে গ্রেফতার করা হয়। তাঁদের জেরা করে আরও একজনের নাম পায় পুলিশ। এবার কলকাতা হাইকোর্টের নির্দেশে ওই মামলার তদন্ত করবে CBI।
কয়লা পাচার মামলায় চলতি বছরের ৩ এপ্রিল ED দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল রাজু ঝা-র। কিন্তু তার ঠিক আগের দিন শক্তিগড়ে খুন হন রাজু। তাঁর সঙ্গে ছিলেন রাজুর সহযোগী ব্রতীন মুখোপাধ্যায় এবং গরু পাচার মামলায় ফেরার অভিযুক্ত আবদুল লতিফ। ঘটনার পর থেকেই নিখোঁজ আবদুল লতিফ। তার খোঁজে তল্লাশি চালিয়েছে তদন্তকারীরা।
গোটা ঘটনা উল্লেখ করে রাজু ঝার গাড়ির চালক নূর হোসেন শক্তিগড় থানায় একটি এফআইআর দায়ের করেন। তার ভিত্তিতেই তদন্ত শুরু করে সিট।