কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত নির্বাচন করানোর প্রস্তাব দিল কলকাতা হাইকোর্ট। সোমবার নির্বাচন সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম মন্তব্য করেন, স্পর্শকাতর জেলাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যেতে পারে।
পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন পরিচালনার দাবি করে আসছে বিজেপি সহ প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দল। তাদের অভিযোগ, রাজ্য পুলিশ দিয়ে নির্বাচন করলে তা অবাধ ও শান্তিপূর্ণ করা সম্ভব নয়। তাই অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীর দাবি করা হয়েছে। সোমবার মামলার শুনানিতে সেই প্রস্তাবই রাখলেন প্রধান বিচারপতি।
পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা সহ মোট পাঁচ দফা আবেদন নিয়ে মামলা করেছে হাইকোর্টে। শুক্রবার দায়ের করা ওই মামলার শুনানি হয় সোমবার।
কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পাশাপাশি ভোটের দিন পিছোনোরও প্রস্তাব দিয়েছে আদালত। এবিষয়ে আদালত জানিয়েছে, ১৪ জুলাই পঞ্চায়েত নির্বাচন হতে পারে।