১১ অক্টোবর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হয় ইডির দফতরে। প্রায় সাড়ে ৮ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসেন রুজিরা। এরপর, অভিষেকপত্নী তাঁর এবং তাঁর পরিবারের গোপনীয়তা রক্ষার অধিকার চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সংবিধান মেনে রক্ষাকবচ চেয়েছিলেন রুজিরা। এবার এই মামলার রায় শোনাল কলকাতা হাইকোর্ট।
Durga Puja 2023: Naktala Udayan Sangha: ৩৮ বছরে নাকতলা উদয়ন সংঘ, এবারের থিম কলোনির জীবনের দুর্দশা
বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে এই মামলা চলছিল। এবার আদালতের তরফে জানিয়ে দেওয়া হল, তল্লাশি ও সিজারের সময় লাইভ সম্প্রচার করা যাবে না। সংবাদ মাধ্যমকে জানিয়ে কোনও রেইড করা যাবে না। কোনও খবরে অভিযুক্তর ছবি ব্যবহার করা যাবে না। চার্জশিট ফাইলের আগে কোনওরকম ছবি ব্যবহার করা যাবে না।