মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (MAKAUT) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ নিয়ে কলকাতা হাই কোর্টে ধাক্কা খেল রাজ্যের শিক্ষা দফতর। দফতরের নিয়োগ বাতিল করে বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দিয়েছেন, সৈকত মৈত্রকে উপাচার্য পদে পুনর্বহাল করতে হবে। তিন সপ্তাহের মধ্যেই কাজে যোগ দিতে হবে তাঁকে।
গত ২৯ জুলাই উপাচার্য পদ থেকে সৈকত মৈত্রকে অপসারণ করে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে রাজ্য। রাজ্যের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। গত সোমবার হাই কোর্ট রাজ্যের এই নিয়োগ বিজ্ঞপ্তির উপর এক সপ্তাহের জন্য স্থগিতাদেশ জারি করে। সৈকত মৈত্রকে কেন উপাচার্য পদ থেকে অপসারণ করা হল, তা মঙ্গলবারের মধ্যে জানাতে বলে রাজ্যকে। বৃহস্পতিবার রাজ্যের ওই নিয়োগ বিজ্ঞপ্তি খারিজ করে দিল হাই কোর্ট।
Bankura: তোলা না পেয়ে মারধরের অভিযোগ, বাঁকুড়ায় গ্রেফতার ৩ তৃণমূল কর্মী
গত চার বছর ধরে ম্যাকাউটের উপাচার্য পদে রয়েছেন সৈকত। গত বছর ওই পদে তাঁর মেয়াদ বাড়ানো হয়। আচমকা ২৯ জুলাই বিজ্ঞপ্তি দিয়ে ওই পদে নতুন নিয়োগের কথা জানায় রাজ্য। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে যান সৈকত। অভিযোগ করেন, নিয়ম বহির্ভূত ভাবে তাঁকে অপসারণ করা হয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দাবি, ম্যাকাউট আইন মেনে ২৬ জুলাইয়ের পর আর উপাচার্য পদে থাকতে পারেন না সৈকত। কলকাতা হাই কোর্ট অবশ্য ম্যাকাউটের উপাচার্য পদে সৈকতকে পুনর্বহালের নির্দেশ দিল।