পরেশ অধিকারীর (Paresh Adhikary) সিবিআই হাজিরায় স্থগিতাদেশ দিল না কলকাতা হাই কোর্টের (High Court) ডিভিশন বেঞ্চ। সিবিআই (CBI) হাজিরায় স্থগিতাদেশ চেয়ে বুধবার ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। কিন্তু মামলাটি গ্রহণ করেনি ডিভিশন বেঞ্চ। পরেশবাবুর এই আবেদন নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়ার কথা হাই কোর্টের প্রধান বিচারপতির। ফলে পরেশবাবুকে শেষ পর্যন্ত সিবিআই-এর মুখোমুখি হতে হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েই গেল।
নিজের মেয়ে অঙ্কিতার নাম অবৈধ ভাবে এসএসসি-র (School Service Commission) মেধা তালিকায় তুলে তাকে স্কুল শিক্ষিকার চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে পরেশবাবুর বিরুদ্ধে। এনিয়ে কলকাতা হাই কোর্টে একটি মামলা দায়ের হয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ তদন্তের স্বার্থে পরেশবাবুকে মঙ্গলবার রাত আটটায় সিবিআই-এর মুখোমুখি হতে নির্দেশ দেন। পাশাপাশি পরেশবাবুকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার জন্য বিচারপতি রাজ্য সরকারকে অনুরোধও করেন।
কিন্তু আদালতের নির্দেশের পরেও পরেশবাবু মঙ্গলবার সিবিআই দফতরে যাননি। তিনি মঙ্গলবার দিনভর মেখলিগঞ্জে দলীয় মিছিলের আয়োজনে ব্যস্ত ছিলেন। রাতে মেয়েকে নিয়ে শিলিগুড়ি থেকে ট্রেন ধরেন। বুধবার তাঁরা কলকাতা পৌঁছন। এদিকে তাঁর আইনজীবী হাই কোর্টের ডিভিশন বেঞ্চে সিবিআই হাজিরায় স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন। কিন্তু সেই আর্জি শুনতে চায়নি বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ। ফলে পরেশবাবুর মামলাটি এরপর প্রধান বিচারপতির কাছে যাবে। তিনি ঠিক করবেন মামলাটির পরবর্তী শুনানি কোথায় হবে।