গণতান্ত্রিক ব্যবস্থায় সভা আটকানো যায় না। কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) মেগা র্যালি আটকাতে শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) দায়ের করা মামলার প্রেক্ষিতে একথা জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। তবে সমাবেশের নামে কারও ব্যক্তি স্বাধীনতা যাতে খর্ব না হয়, তা নিশ্চিত করতে নির্দেশ দেয় হাইকোর্ট(Calcutta High Court)।
বৃহস্পতিবার বিচারপতি রাজাশেখর মান্থা জানান, শুভেন্দু এবং শিশির অধিকারীর অনুমতি ভিন্ন কেউ শান্তিকুঞ্জে(Santikunj) প্রবেশ করতে পারবেন না। এই বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। এদিন বিচারপতির স্পষ্ট বার্তা, ‘‘গণতান্ত্রিক দেশে সভা আটকানো যায় না। কাঁথির কলেজ মাঠেই সভা করতে পারবে তৃণমূল(TMC Mega Rally)।" তবে শব্দবিধি মেনে শান্তিপূর্ণভাবে যাতে সভা চলে, তার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
আরও পড়ুন- Subhendu Adhikari: পরিবারকে হেনস্থার অভিযোগ, তৃণমূলের সভা নিয়ে হাইকোর্টে গেলেন শুভেন্দু অধিকারী
আগামী ৩ ডিসেম্বর শান্তিকুঞ্জ(Shantikunj) থেকে ঢিলছোঁড়া দূরত্বে 'মেগা সভা' রয়েছে তৃণমূলের(TMC Mega Rally)। সেখানে প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই খবর পেতেই স্থানীয় থানা(Contai Police Station) এবং পুলিশ সুপারের কাছে অভিযোগ জানান শুভেন্দু। কিন্তু তাতেও কাজ না হওয়ায় অবশেষে হাইকোর্টের দারস্থ হন বিধানসভার বিরোধী দলনেতা(Subhendu Adhikari)।