পুলিশ হেফাজতে নাবালকের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের নির্দেশ কলকাতা হাইকোর্টের। ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেয় বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। শুধু তাই নয়, নাবালকদের গ্রেফতার করলে তাদের সঙ্গে কী ধরনের আচরণ করা উচিত, সে ব্যাপারে পুলিশকেও বিশেষ প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ হাইকোর্টের। উল্লেখ্য, ২০২০ সালে মল্লারপুর থানায় এক নাবালকের মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে লালমাটির জেলা।
জানা গিয়েছে, ২০২০ সালের সপ্তমীর রাতে শুভ মেহেনা নামক ওই কিশোরকে ধরে আনে পুলিশ। চোর সন্দেহে ওই কিশোরকে ধরা হয়েছে বলেই জানায় পুলিশ। থানায় আনার পরদিনই ওই কিশোরের মৃত্যুর খবরে তোলপাড় শুরু হয় মল্লারপুরে।
আরও পড়ুন- Delhi Metro Girl: 'ইচ্ছে মতো পোশাক পরি', জানালেন দিল্লি মেট্রোর ভাইরাল হওয়া তরুণী, কে তিনি?