বিজেপির সভা হবে ধর্মতলাতেই । সিঙ্গল বেঞ্চের রায় বহাল রইল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও। তবে, সভা করার জন্য কলকাতা পুলিশের ওয়েবসাইটে দেওয়া শর্ত মানতে হবে বিজেপিকে । শুক্রবার এমনই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ । একইসঙ্গে, এদিন ২১ জুলাইয়ের সভার প্রসঙ্গও ওঠে আদালতে । তখনই, বিচারপতি জানান, ২১ জুলাইয়ের সভাও বাতিল করে দিতে পারেন তিনি । তখনই বিচারপতি সভা বাতিলের কথা বলেন
মামলার শুনানি চলাকালীন বিজেপি প্রশ্ন তোলে, তৃণমূল ওই দিন ধর্মতলায় সভা করতে পারলে, তারা কেন পারবে না । তখনই বিচারপতি বলেন, "২১ জুলাই বাতিল করে দিচ্ছি। আমরা সব বন্ধ করে দিচ্ছি। কোনও মিটিং, মিছিল, সভা নয়। একটাই সমাধান, সবার জন্য সব কর্মসূচি বন্ধ করেছি। সেটা করলে কী ভাল হবে?"
উল্লেখ্য, ২৯ নভেম্বর ধর্মতলায় বিজেপির সভা । কিন্তু, সভার জন্য রাস্তা স্তব্ধ হয়ে যাবে বলে যুক্তি ছিল রাজ্যের । তাঁদের সভার অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ তোলে বিজেপি । জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত । সিঙ্গল বেঞ্চ বিজেপিকে শর্তসাপেক্ষে সভা করার অনুমতি দেয় । এরপর ডিভিশন বেঞ্চে যায় মামলাটি । এবার ডিভিশন বেঞ্চও সভা করার অনুমতি দিল ।