আপাতত স্বস্তি। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে রক্ষাকবচ দিল আদালত। ধর্ষণের অভিযোগে নওশাদের বিরুদ্ধে এখনই কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। বুধবার এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট।
বুধবার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। হাই কোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাস এবং বিচারপতি অপূর্ব সিংহ রায় দু'পক্ষের সওয়াল-জবাব শোনের।
আরও পড়ুন - পঞ্চায়েত ভোট মিটতে না মিটতেই তৎপর ইডি, ফের তলব মলয় ঘটককে
এর পরেই আদালত জানিয়েছে, আপাতত রক্ষাকবচ দেওয়া হচ্ছে আইএসএফ বিধায়ককে। আগামী ১৬ জুলাই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তার আগে কোনও পদক্ষেপ করা যাবে না।