বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় বিজেপিকে মামলা করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট৷ কোচবিহারের দিনহাটায় নিশীথের উপর হামলা হয় বলে অভিযোগ বিজেপির৷ গেরুয়া শিবিরের দাবি, রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস গুলি, বোমা নিয়ে হামলা করেছে৷ এই ঘটনায় হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিল বিজেপি। রাজ্য বিজেপির তরফে আইনজীবী সূর্যনীল দাস প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলে মামলা দায়েরের অনুমতি দেয় আদালত। প্রধান বিচারপতি শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে।
শনিবার বুড়িরহাট এলাকায় নিশীথের কনভয় আক্রান্ত হয় বলে অভিযোগ তৃণমূল সমর্থকরা তাঁকে কালো পতাকা দেখান। ঢিল ছুড়ে গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। সংঘর্ষে জড়িয়ে পড়েন বিজেপি ও তৃণমূলের কর্মীরা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উপর হামলার নেপথ্যে তৃণমূল নেতা উদয়ন গুহ আছে বলে অভিযোগ বিজেপির। উদয়নের পাল্টা দাবি, সমাজবিরোধীদের নিয়ে এলাকা দখল করতে গিয়েছিলেন নিশীথ।
এই ঘটনা নিয়ে সরব হয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নিশীথের উপর হামলাকে 'শোচনীয় ' বলে চিহ্নিত করেছেন তিনি৷